বিনোদন ডেস্ক :: নিজস্ব প্রযোজনায় নাটক নির্মাণে প্রচারের শুরু থেকেই দীপ্ত টিভি অগ্রাধিকার দিয়ে আসছে গুণি এবং প্রতিভাবান অভিনয়শিল্পীদের। দীপ্ত’র বেশিরভাগ দীর্ঘ ধারাবাহিকেই মূল চরিত্রে অভিনয়ে অগ্রাধিকার পেয়ে আসছে মঞ্চাভিনয় শিল্পী বা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী অভিনেতা অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় আসন্ন নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’র জন্যও বাছাই করা হচ্ছে শিল্পীদের।

এই বাছাইপ্রক্রিয়া এবার ঢাকাসহ চলছে চট্টগ্রাম ও রাজশাহীতেও। চট্টগ্রামের অডিশন ৮ অক্টোবর (চিটাগাং শিল্পকলা)এবং রাজশাহীর অডিশন ১১ অক্টোবর (রাজশাহী শিশু একাডেমি)। আগ্রহী শিল্পীদের অতিসত্ত্ধসঢ়;বর যথাযথ প্রক্রিয়ায় দীপ্ত
টিভির সাথে যোগাযোগ করতে এবং চোখ রাখতে বলা হচ্ছে দীপ্ত টিভির অফিশিয়াল ফেসবুক পেজে। অনলাইনে ছবি ও সিভি পাঠানোর ঠিকানা: audition@deepto.tv

দীপ্ত টিভির প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনায় আছেন গোলাম মুক্তাদির।
রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিতব্য ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র শুটিং শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here