রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :: করোনা দুর্যোগ একটি অদেখা শত্রুর সাথে যুদ্ধ। এ যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। সে জন্য প্রয়োজন সচেতনতা। সবাইকে সচেতনভাবে ঘরে থাকতে হবে। ঘরে থাকলেই এ যুদ্ধে আমরা নিশ্চিত জয়ী হতে পারবো। কিন্তু আমাদের সমাজে সবাই আসলে ঘরে থাকতে পারবে না। কেননা জীবন-জীবিকার তাগিদে তাদেরকে বের হবার প্রয়োজনীয়তা দেখা দিবে। সে জন্যই বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে প্রনোদনা দেয়াসহ রেশন কার্ড এবং খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। সেই সাথে সরকার বার বার বিত্তবান মহলসহ বিভিন্ন সামাজিক-সাস্কৃতিক সংগঠনকে সহায়তার হাত প্রসারিত করতে আহ্বান জানাচ্ছে। আজ জাতীয় শ্রমিক লীগ যে খাদ্য সহায়তা বিতরণ করছে এটি তারই অংশ। নিঃসন্দেহে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে প্রশংসনীয় কাজ করেছেন।

২৩ মে শনিবার শহরের সিএসডি গোডাউন চত্ত্বরের নিজ কার্যালয়ের সামনে দিনাজপুর জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম উপরোক্ত কথাগুলো বলেছেন।

দিনাজপুর জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শ্রমিকসহ ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here