সংকেত চৌধুরী, দিনাজপুর  

দিনাজপুর ওষুধ ব্যবসায়ী কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত হতে চলেছে। এ অবস’ায় বিপাকে পড়েছেন রোগী ও তাদের আত্মীয়স্বজনরা। এদিকে ধর্মঘটের প্রথম দিন থেকে এখন পর্যন- বন্ধ রয়েছে সকল ওষুধের দোকান। ধর্মঘটের প্রথম দিনের বৈঠক ভেঙ্গে যাওয়ায় শুরু হয়েছে নানা জটিলতা।

তবে এখন পর্যন- নতুন করে কোন বৈঠকের ডাক পাননি ওষুধ ব্যবসায়ীদের নেতারা। ৩ দফা দাবী বাস-বায়নের লক্ষে এ ধর্মঘট অব্যাহত রয়েছে। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দাবীগুলো হচ্ছে- দিনাজপুর মেডিকেলের দিমেক অভ্যান-রের শহিদুল ফার্মেসীকে ঘোষণার মাধ্যমে সরিয়ে দেয়া, সমিতির সভাপতিসহ অন্যাণ্য সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দিমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জহুরুল ইসলামকে অন্যত্র বদলি করা।

দিনাজপুর জেলা প্রশাসক আমাদের প্রতিনিধিকে বলেন, তাদের সব দাবী মেনে নেয়া সম্ভব নয় তবে আংশিক দাবী মেনে নেয়ার আশ্বাস তিনি দেন। এর পরও ধর্মঘট প্রত্যাহার করা হয়নি। এ অবস’ায় ক্লিনিক ও হাসপাতালের রোগী ও রোগীর আত্মিয়রা চরম বিপদে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here