ডেস্ক নিউজ ::দিনাজপুরের খানসামায় ট্রাক্টরচাপায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সকাল ৭টার দিকে চৌরঙ্গী-টেক্সটাইল সড়কে খানসামা উপজেলার ওমর ফারুক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দীপালি দেবনাথ (২৫)। তিনি খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের দুলাল দেবনাথের স্ত্রী। হতাহতরা সবাই নীলফামারী ইপিজেডের এভারগ্রিন কোম্পানির কর্মী।
পুলিশ জানায়, সকালে খানসামা থেকে ব্যাটারিচালিত ভ্যানে নীলফামারী ইপিজেডে যাচ্ছিলেন কর্মীরা। সকাল ৭টায় তারা খানসামার ওমর ফারুক ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি ট্রাক্টর ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দীপালি দেবনাথের মৃত্যু হয় এবং আহত হন অপর তিনজন।
আহতদের মধ্যে কনিকা দেবনাথকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ফারজানা ও সাবিত্রী দেবনাথকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।