ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন মেয়র সাদেক হোসেন খোকা।

বুধবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য সম্পূরক তালিকায় রয়েছে। বিকেল ৪টায় শুনানি শুরু হবে বলে জানা গেছে।

রিট আবেদনে ঢাকাকে বিভক্ত করার সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সাথে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধনী বিল-২০১১’ কেন অবৈধ ও সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবেনা- সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

আদালতে খোকার পক্ষে শুনানিতে অংশ নিবেন ড. কামাল হোসেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ ব্যাপারে সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেন, ঢাকাকে বিভক্ত করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে। এই বিভক্তি সংবিধান পরিপন্থী। তাই আবেদনটি করা হয়।

সব প্রক্রিয়া ও বিধি-বিধান অনুসরণ না করেই সংসদে এটি পাস করা হয়েছে বলেও জানান সাদেক হোসেন খোকা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here