বাংলাদেশে খুচরা এবং পাইকারী পর্যায়ে বিদ্যুতের মূল্য আরেক দফা বেড়েছে।

গ্রাহক পর্যায়ে মূল্য বেড়েছে প্রতি ইউনিট ৩১ পয়সা । বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ীই এ মূল্য বৃদ্ধি কার্যকর করা হলো৻

কিন্তু গ্রাহকরা বলছেন, এসময়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে তারা বাড়তি চাপে পড়ছেন। বিশেষ করে ফসল উৎপাদনের ক্ষেত্রে খরচ অনেক বেড়ে যাওয়ার আশংকা করছেন কৃষকেরা।

তবে সরকার থেকে আবারো বলা হচ্ছে, ভর্তূকি কমানোর জন্য মূল্যবৃদ্ধি করতে তারা বাধ্য হচ্ছেন।

ভোক্তারা চাপের মুখে

গত তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ানো হলো খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য।

গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ডিসেম্বরে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

সরকার থেকে ভর্তুকি কমানোর জন্য মূল্যবৃদ্ধির কথা বলা হলেও বিদ্যুতের গ্রাহকরা বলছেন, অতিরিক্ত এ মূল্য দিতে গিয়ে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

ঢাকার একটি আবাসিক ভবনের মালিক শফিউল আলম বলছিলেন, “এমনিতেই কিছুদিন আগে বাড়লো, এখন আবার বিদ্যুতের দাম বাড়ানোতে অতিরিক্ত বিল দেয়াটা আমাদের জন্য খুব বেশী কষ্টকর হয়ে যাবে। ভাড়াটিয়াদের উপরও চাপ বাড়বে।

এদিকে গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষেরাও বলছেন বিদ্যুতের এ মূল্যবৃদ্ধির কারণে তারা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে কৃষিকাজে তাদের উৎপাদন খরচ বেড়েই চলছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ার একজন কৃষক সরওয়ার আলম বলেন, গত মৌসুমে বন্যা-খরায় কৃষকদের ফলন খারাপ ছিলো, এবার বিদ্যুতের দাম না বাড়লে কৃষকেরা খেয়ে-পরে বাচতে পারতো।

বাংলাদেশে ভোক্তা অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংস্থা কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারন সম্পাদক কাজী ফারুক বলেন, সাধারন মানুষের কথা চিন্তা করে সরকার এ সিদ্ধান্ত আরো পরে নিলেই ভালো করতো। কিন্তু তারা রুটিনমাফিক কাজ করে গেছেন। এতে সাধারন মানুষের ভোগান্তি আরো বাড়বে।

তবে সরকার থেকে আবারো বলা হচ্ছে ভর্তুকি কমানোর জন্য তারা বিদ্যুতের মূল্য বাড়াতে বাধ্য হচ্ছেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, সরকারী খাতকে বাঁচিয়ে রাখার জন্য ভর্তুকি কমাতে হচ্ছে। অর্থনীতিতে এমনিতেই আমরা চাপের মুখে আছি। মূল্যস্ফীতিও দশের উপরে চলে গেছে। সবকিছু মিলিয়ে আমরা ব্যয় সমন্বয়ের চেষ্টা করছি।

মূল্য বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে সরকারকে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান বিইআরসি চেয়ারম্যান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here