চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের ভৈরব নদীর তীরের ৩৯ বিঘা জমির মধ্যে ২৪ বিঘা জমি প্রায় ২০ বছর ধরে কোমরপুর গ্রামের সিরাজ দখল করে আবাদ করে আসছিলো। বুধবার সকালে একই জমিতে সিরাজ তার দলবল নিয়ে ধান লাগাতে যায়। এসময় একই গ্রামের মোহাম্মদ আলী তার দরলবল নিয়ে ধান লাগাতে বাধা দেয়। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়ের পক্ষের ১৮ জন আহত হয়।

দামুড়হুদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অবস্থার অবনতি হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানায়, আহতদের মধ্যে রেজাউল, আতিয়ার, আলমগীর, সিরাজুল, আমিরুল ও ওসমান গণিসহ প্রায় ৭/৮ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here