চুয়াডাঙ্গা র্যাব-৬’এ দামুড়হুদার তারানিপুর গ্রামে পৃথক অভিযানে চালিয়ে ৭টি বোমা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোমা ৭টি উদ্ধার করে।
ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার উপজেলার তরনীপুরের ছুন্নত আলীর ছেলে জামিরুল ইসলামের বাড়ির পাশের খড়ের গাদার মধ্যে একটি বস্তায় ৪টি ও একই এলাকার সুদিন মণ্ডলের ছেলে মহর আনছারের গোয়াল ঘরের জ্বালানি কাঠের মধ্যে ছিলো ৩টি বোমা রয়েছে। এ খবর পেয়ে র্যাব সদস্যারা ঐস্থানে অভিযান চালিয়ে বোমা ৭ টি উদ্ধার করে।
পরে বোমাগুলো র্যাব ক্যাম্পে এনে নিস্ক্রিয় করার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়।
বোমা উদ্ধারের পর র্যাব’র ধারণা, প্রতিপক্ষ এদেরকে ফাঁসানোর জন্য বোমা সাদৃশ্য বস্তু রেখে কৌশলে র্যাব’র খবর দিয়ে থাকতে পারে। বোমাগুলো লাল কসটেপ দিয়ে জড়ানো।
ক্যাম্প কমান্ডার আরো জানান, বোমাগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা