ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, বর্তমান সরকার পুলিশবাহিনী দ্বারা দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী দলের সাথে নিবর্তনমূলক আচরণ করছে।

এমন আচরণ করে বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। তাই যতদিন না আমাদের নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে হরতাল চলাকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনগণের অংশগ্রহণে সারা দেশে স্বতঃস্ফূভাবে হরতাল পালিত হচ্ছে দাবি করে রিজভী বলেন, হরতাল সফল করার মাধ্যমে পরবর্তীতে গণঅভ্যুৎথান সৃষ্টি করে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।

তিনি বলেন, অনেক সহ্য করেছি আর নয়, বিরোধী দলের ন্যায়সঙ্গত আন্দোলনের ওপর যদি সরকারের পোষা বাহিনী ও দলীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা আক্রমণ চালায় তাহলে বিএনপি তথা ১৮ দলীয় জোট চুপ করে বসে থাকবে না।

রিজভী বলেন, আমরা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের  ভোটের অধিকার নিশ্চিতকরণ, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করে যাচ্ছি। আমরা জানি কোনো গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি। তাই এ আন্দোলনও বৃথা যাবে না। সে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছবেই।

বিরোধী দলের নেতাদের বাসায় তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন,  ‘সরকারকে সাবধান করে বলতে চাই, বিরোধী দলের নেতাদের বাড়িতে হামলা করলে এর ফল শুভ হবে না।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানান রিজভী আহমেদ।

এদিকে সকাল থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। সব ধরনের সহিংসতা এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here