বরিশাল-কুয়কাটা মহাসড়কের  দপদপিয়া জিরো পয়েন্টে সোমবার  সড়ক দূর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। এঘটনায় আরো দুইজন কলেজ শিক্ষক আহত হয়েছে।

স্থানিয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালি থেকে বরিশালের উদ্দেশে দ্রুতবেগে আসা একটি বাসগাড়ি(কক্সবাজার-০০১৮)  মুখোমুখি একটি মটর  সাইকেল চাপাদিয়ে যায়। এত একজনকলেজ শিক্ষক মারা যায় এবং বাকি দুই জন আহত হয়। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি কারা হয়। নিহতের নাম নজরুল ইসলাম মাসুদ । নিহতের বাড়ি বাকেরগঞ্জে।

এছারা আহতরা হলেন মিশু সিকদার এবং জিয়া উদ্দিন তারা দুইজনেই রানীর হাটের বাসিন্দা । এই তিন শিক্ষক রানীরহাট ডিগ্রি কলেজে শিকতা করেন।

ঘাতক বাসটি বরিশালে আটক করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here