ডেস্ক রিপোর্ট::  বিয়ে না করে কিংবা গর্ভধারণ না করেও সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। শুধু এই অভিনেত্রীই নয়, তারই মতো একইভাবে বিয়ের আগেই সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দুই মেয়ের দত্তক নেন তিনি।

সালটা ছিল ১৯৯৫। মাত্র ২১ বছর বয়সেই দুই মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন রাভিনা। সেসময় তার ওই দুই মেয়ের বয়স ছিল ১১ এবং ৮ বছর।

মেয়েদের দত্তক নেওয়ার পরে কম আলোচনা-সমালোচনার মুখে পড়েননি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়েই মুখ খুলেছেন তিনি।

রাভিনা বলেন, ‘আপনি যেটাই করুন না কেন, আলোচনা, সমালোচনা হবেই। সেসময় পূজা ও ছায়াকে বলা হতো আমার লুকানো সন্তান। বলা হয়েছে, ওরা আসলেই আমার গর্ভে জন্মেছে, কিন্তু আমি লুকিয়ে রেখেছিলাম।’

 

এই অভিনেত্রীর প্রশ্ন, ‘আমার বয়স যখন ২১ তখন আমি ওদের দত্তক নেই, আর ওদের বয়স ছিল একজনের ১১ অন্যজনের ৮ বছর। তাহলে এবার বলুন, আমি ওদের জন্মটা কোন বয়সে দিতে পারি?’

রাভিনা বলেন, ‘আমাকে বলা হতো, কে আর আমাকে বিয়ে করবে? কারণ, আমি যে পুরো দলবল নিয়ে থাকি। আমার মেয়েরা, বিড়াল, কুকুর…। তখন আমি বলেছিলাম, আমাকে যে ভালোবাসবে, এদেরকেও গ্রহণ করবে। অনিল থাডানি সঙ্গে যখন প্রেম শুরু করি, তখন এটাই একমাত্র শর্ত ছিল যা আমার স্বামী রেখেছেন। আমি আমার পুরো দলবল নিয়েই ওর বাড়িতে গিয়ে উঠি।’’

 

পূজা ও ছায়াকে দত্তক নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে রাভিনা বলেন, ‘যখন আমি প্রাপ্তবয়স্ক হলাম, তখন দেখি আমার কাজিনের সন্তানেরা কীভাবে জীবনযাপন করছে। দুর্ভাগ্যক্রমে, ওদের বাবা-মা বেঁচে ছিল না। তাই আমি ভাবলাম, দুটি শিশু যাদের আমি আমার সামনে জন্মাতে দেখেছি, তাদের তো আরও ভালো জীবন দিতেই পারি। তাই যে মুহূর্তে আমি ২১ বছর হলাম, ওদের আইনি অভিভাবক হয়ে গেলাম।’

প্রসঙ্গত, অনিল থাডানিকে বিয়ে করার পর দুই সন্তানের জন্ম দেন রাভিনা. ছেলের নাম রাখেন রণবীরবর্ধন আর মেয়ের নাম রাশা। রাভিনার দত্তক দুই কন্যা এখন বিবাহিত, তারাও এখন মা হয়ে গেছেন এবং রবিনার সঙ্গে নিয়মিত যোগযোগ রাখছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here