দক্ষিনাঞ্চলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোডমার্চ সফল করতে ঝিনাইদহ জেলায় ব্যাপক গনসংযোগ করছেন দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়ার পথ সভায় ব্যাপক লোকসমাগন ঘটাতে ৬টি উপজেলার গ্রামে গ্রামে সভা সমাবেশ করা হচ্ছে।
এর অংশ হিসেবে শনিবার ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কে এক প্রস-ুতি সভা বিএনপি নেতা জালাল উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আব্দুল মতলেব মিয়া, এম এ মজিদ, আবু বকর সিদ্দিক, কেএম ওয়াজেদ, মুন্সি কামাল আজাদ পান্নু প্রমুখ নেতা বক্তৃব্য রাখেন।
সাবেক এমপি মসিউর রহমান তার বক্তৃতায় বলেন, জালেম সরকারকে হঠাতে দেশ নেত্রী যে আন্দোলন শুরু করেছেন তার পরিসমাপ্তি হবে হাসিনা সরকারের পতনের মাধ্যমে। তিনি দলমতের উর্ধে থেকে সবাইকে রোডমার্চের পথসভা সফল করার জন্য আহবান জানান।
শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ