সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রাম থেকে অপহৃত শিশু ২টিকে সিলেট থেকে উদ্ধার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ইয়ার হোসেনের ছেলে মনির হোসেন(৮) ও একই গ্রামের ইসলাম খানের ছেলে আলীনুর খান(১০) দ্বয়কে বিভিন্ন প্রলোভন দেখাইয়া একই গ্রামের বাবুল মিয়া (৪০)ও তার পালিত ছেলে শাহীন মিয়া(১২)অপহরণ করিয়া সিলেটে নিয়ে যায়। অপহৃত শিশু আলীনুর খানের পিতা ইসলাম খান বাদী হয়ে গত ১৪ জানুয়ারী দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ এরই সুত্র ধরে আজ সোমবার সন্ধ্যা-৬টায় এস আই নির্মল চন্দ্র দেব’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের আম্বরখানা এলাকা থেকে অপহৃত শিশু দুটিকে উদ্ধার করেন। এসময় বাবুল মিয়া (৪০)ও তার পালিত ছেলে শাহীন মিয়া(১২) পুলিশের উপস্থিতি টের পাইয়া পালিয়ে গেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান। মঙ্গলবার উদ্ধারকৃত শিশু দুটিকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোল্লা আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অপহরণ কারীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যহত আছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ