ডেস্ক রিপোর্ট::  শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গ। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ জানিয়েছে, রোববার (১১ জুন) শহরটিতে ৫.০ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ভূতত্ত্ব জরিপ আরও জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

এতে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক শহর জোহানেসবার্গের গুতেং প্রদেশের ভবনগুলো কেঁপে উঠে। প্রদেশের প্রায় সব বাসিন্দা কম্পন টের পান। ভূমিকম্পের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন। এতে দেখা যায়, কয়েকটি ভবনে সামান্য ফাটল ধরেছে।

জোহানেসবার্গের এক বাসিন্দা টুইটারে লিখেছেন, ‘জোহানেসবার্গে ভূমিকম্প। আমার জীবেনে টের পাওয়া সবচেয়ে লম্বা ও শক্তিশালী। মনে হয়েছে যেন ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।’

নিরাপত্তা ঝুঁকি এবং বিপর্যয় ব্যবস্থাপনার পরামর্শক সংস্থা ক্রাইসিস২৪ জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১৪ সালে জোহানেসবার্গের একটি স্বর্ণ খনি সমৃদ্ধ শহরে ৫ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছিল।

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষবার বড় কোনো ভূমিকম্প সংঘটিত হয়েছিল ১৯৬৯ সালে। সে বছর ওয়েস্টার্ন কেপ প্রদেশে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

সূত্র: এএফপি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here