
সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি ::
হে সত্য, নির্ভীক ও মানবতার প্রতীক! দক্ষিণের এ জনপদে তোমার পদচারণায় মুখরিত শহরের প্রতিটি অলি-গলি, গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও সবুজ শ্যামলে ঘেরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল। কৃষক-শ্রমিক, কামার-কুমার, জেলে-তাঁতী, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেই তোমার বন্দনা করে। তোমার যাদুকরী স্পর্শে আমরা আজ ধন্য হয়েছি। সততা ও মানবিকতার দৃষ্টান্ত রেখেছো বহুবার তোমার সফল সামরিক কর্মময় জীবনে। তুমি শুধু এ অঞ্চলের নও, সমগ্র বাংলাদেশের গর্ব। তুমি দক্ষিণ বাংলার আইকন। তুমি দক্ষিণাঞ্চলের মা-মাটি-মানুষের ভাগ্যাকাশের এক উজ্জ্বল নক্ষত্র।
তোমার আলোর ঝলকানিতে আলোকিত হয়েছে ভাটির দেশের এ জনপদ। তোমার আগমনে স্বস্তি পেয়েছে এ অঞ্চলের অবহেলিত ও দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষ। শান্তিকামী মানুষ শুধূ তোমারই সান্নিধ্য চায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে হিমালয়ের চূড়ায় উঠে বিজয়ের পতাকা উড়েছে তোমারই হাতে। তোমার অগুনিত সফলতায় আমরা ধন্য। দক্ষিণের সামরিক কর্মকর্তাদের মধ্যে স্বর্ণপদকপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শুধু তুমিই।
বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে তুমি আমাদেরকে শিখিয়েছো আওয়ামী রাজনীতির অমৃত বাণী।তোমার ধ্যান-জ্ঞান শুধু আমাদেরকে নিয়েই। তুমি সম্মানের এক অনন্য উচ্চতায় আছো এ অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ে।’ এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন বিএসপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, পিইঞ্জিনিয়ারিং।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তিনি তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অদম্য শক্তি নিয়ে গলাচিপা ও দশমিনার প্রতিটি জনপদ ঘুরে বেড়াচ্ছেন। উল্কার বেগে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে। তিনি খোঁজখবর নিচ্ছেন আওয়ামী লীগের অবহেলিত ত্যাগী, পোড় খাওয়া, পরীক্ষিত বঙ্গবন্ধুর লড়াকু সৈনিকদের। তিনি তাদেরকে সঙ্ঘবদ্ধ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কার ভোট বাড়ানোর জন্য শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরছেন।
এ অঞ্চলের তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর মত একজন সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ, অভিজ্ঞ ও কর্মীবান্ধব নেতা পেয়ে আশার আলো খুঁজে পেয়েছেন। বটবৃক্ষের ন্যায় এই মানবিক নেতার কাছে সকলেই আশ্রয় নিতে চান। তাঁকে দিয়েই গলাচিপ-দশমিনার কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মনে করছেন গুণিজনরা।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কান্ডারী হয়ে জনসেবার মধ্য দিয়ে ‘স্মার্ট গলাচিপা-দশমিনা’ গড়তে চান। সাধারণ মানুষের মুখে মুখে শুধু একটাই নাম উন্নয়নের অগ্রপথিক ‘আবুল হোসেন’।