ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন চাঁদপুরের বিপ্লব
ডেস্ক নিউজ :: বাংলাদেশের চাঁদপুরের সন্তান বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বামদের বিরুদ্ধে নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আগামী ৮মার্চ শপথ নেবে বিজেপি পরিচালিত প্রথম সরকার। বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি বিপ্লব দেবই হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সোমবার (৫ মার্চ) রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রকাশিত দৈনিক ‘স্যন্দন’ পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।
পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরায় বিজেপি পরিচালিত প্রথম সরকার ৮মার্চ শপথ নেবে। ওই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী উপস্থিত থাকবেন।
বিপ্লব চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের সন্তান। মুক্তিযুদ্ধের সময় তার মা-বাবা ত্রিপুরা চলে যান। এরপর সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যান তারা। তবে তার আত্মীয়-স্বজন অনেকেই এখনও কচুয়ায় বসবাস করেন। তার চাচা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here