জয় দিয়ে বাংলাদেশের শুরু

স্টাফ রিপোর্টার :: ১৩১ থেকে ১৪৪। সিলেট থেকে ডাবলিন। ডিসেম্বর থেকে মে। সেই একই জুটি তামিম-সৌম্য। সেই একই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কাকতালীয়ভাবে ফলাফলও সেই একই। আট উইকেটে জয়ী বাংলাদেশ।

তামিমের ব্যাট থেকে সেবার এসেছিল হার না-মানা ৮১। এবার ৮০। সাকিব সেবার ব্যাট করার সুযোগই পাননি। এবার তিনে নেমে ৬১ বলে অপরাজিত ৬১। মুশফিকুর রহিম ২৫ বলে ৩২*। সাকিব-মুশফিকের অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি ৩০ বল বাকি থাকতে জয় এনে দেয় বাংলাদেশকে (২৬৪/২)। জয়সূচক বাউন্ডারি আসে সাকিবের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩৪ ও ৩৫তম ওয়ানডের মধ্যে অমিলের চেয়ে মিলই বেশি। সিলেটে ক্যারিবীয় ওপেনার শাই হোপ অপরাজিত ১০৮ রান করেও পরাজিত দলে ছিলেন। কাল ১০৯ রান করেও জয়ের মুখ দেখা হল না তার। তামিম-সৌম্য জুটির মতো বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজারও যথেষ্ট অবদান রয়েছে কালকের জয়ে। সিলেটে ৩৪ রানে দুই উইকেট নিয়েছিলেন তিনি।

মাশরাফি, সাকিব, তামিম ও সৌম্যর উদ্ভাসিত নৈপুণ্যে এলো দুর্দান্ত জয়। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজে চমৎকার শুরু করল বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here