সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী প্রতিনিধি ::
তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত  প্রর্দশনীর, রবিবার বিকালে রাজশাহীর তানোর  উপজেলার সরনজাই সরকারপাড়া স্কুল মাঠে  মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠানে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  সাইফুল্লাহ আহমদ এর সভাপতিত্বে   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত উপ পরিচালক কার্যালয়ের  কৃষিবিদ ডাঃ  মোতালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশিক্ষণ অফিসার  কৃষিবিদ উম্মে সালমা, জেলা বীজ প্রতায়ন অফিসার কৃষিবিদ মোস্তফা কামাল,রাজশাহী জেলা প্রকল্প মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন তানোর উপজেলা অতি: কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
এ মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন আমন ধান কাটার পর জমি ফলে না রেখে তেল জাতীয় ফসল উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করে কৃষক আবার বোরো চাষ করতে পারবে। এর মধ্যদিয়ে যেমন দু’ফসলী জমি তিন ফসলী চাষের আওতায় আসবে। এচাড়াও উৎপাদিত সরিষা নিজেদের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদবৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here