জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৫-১৬ নভেম্বর দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৫ নভেম্বর সারা দেশে এবং পরের দিন ১৬ নভেম্বর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিক্ষোভ করবে দলটি।
সোমবার সকালে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা