এ হারের পর শীর্ষ চারে থেকে আইপিএলের প্রথম পর্ব শেষ করার কাজ অনেকটাই কঠিন হয়ে গেছে রোহিতদের জন্য। ১০ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে তারা। অন্যদিকে মুম্বাইকে হারিয়ে কোহলির বেঙ্গালুরু শীর্ষ চারে থেকে প্রথম পর্ব শেষ করার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও শক্ত করেছে। ১০ ম্যাচ শেষে ৬ জয়ে তাদের পয়েন্ট এখন ১২। তৃতীয় স্থানে আছে তারা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেন্নাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস আছে দুইয়ে।

এদিন আউট হওয়ার আগে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটিতে কোহলি তুলেছেন ৫১ রান। ম্যাক্সওয়েল নিজে খেলেছেন ৩৭ বলে ৫৬ রানের দারুণ ইনিংস। ম্যাক্সওয়েল তাঁর ইনিংসে মেরেছেন ৬টি চারের সঙ্গে ৩টি ছয়। ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ের সময় ১৮০ রানের স্কোরের সম্ভাবনা ছিল ভালোই। তবে ১৯তম ওভারে এসে পরপর দুই বলে এ দুজনকে ফিরিয়ে মোমেন্টাম বদলে দেন যশপ্রীত বুমরা। এরপর শেষ ওভারে ৩ রান দেন ট্রেন্ট বোল্ট। বেঙ্গালুরুও থামে ১৬৫ রানেই। বুমরা শেষ পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন ৩৬ রান দিয়ে। আর ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বোল্ট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here