কয়েকদিন ধরে মধ্য ও পূর্ব ইউরোপে তুষারপাতের তান্ডব এখন ব্রিটেনসহ পশ্চিমা ইউরোপেও অনুভূত হচ্ছে৻
ব্রিটেন জুড়ে শনিবার থেকে রাতভর ভারী তুষারপাতে রেল, বিমান এবং সড়ক যোগযোগ দারুণভাবে ব্যাহত হচ্ছে৻
ইউরোপের সবচেয়ে ব্যাস্ত বিমানবন্দর লন্ডনের হিথরো বিমানবন্দরের প্রায় ৩০ শতাংশ ফ্লাইট বাতিল হয়ে গেছে৻
হিথরো ছাড়াও লন্ডনের গ্যাটউইক এবং স্ট্যানস্টেড বিমানবন্দরের পক্ষ থেকেও যাত্রীদের পরামর্শ দেয়া হচ্ছে তারা যেন বাড়ী থেকে রওয়ানা দেয়ার আগে ফ্লাইটের খবর নেন৻
স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর ইংল্যান্ড জুড়ে শনিবার সকাল থেকে যে তুষারপাত শুরু হয় সন্ধ্যে নাগাদ তা লন্ডনে পৌছে৻ কোথাও কোথাও ছয় ইঞ্চি পর্যস্ত তুষারপাত হয়েছে৻
তুষারপাতের কারণে উত্তর ইংল্যান্ডের এক ইয়র্কশায়ার অঞ্চলেই অন্তত ৬০টি সড়ক দুর্ঘটনা হয়েছে৻ একটি মহাসড়কে রাতভর প্রায় শখানেক গাড়ি আটকে ছিল৻
পূর্ব ইউরোপ বিপর্যস্ত
গত কয়েকদশকের মধ্যে সবচেয়ে মারাত্মত শৈত্যপ্রবাহ এবং তুষারপাতে বড় ধরণের বিপর্যয় তৈরী হয়েছে মধ্য এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে৻
বসনিয়ার রাজধানী সারাজেভোতে জরুরী অবস্থা জারী করা হয়েছে৻
কোখাও কোথাও তাপামাত্রা হিমাঙ্কের ৩৮ ডিগ্রী সেলসিয়াস নীচে গেছে৻
পূর্ব ইউরোপের শীতের কারণে মৃতের সংখ্যা দু‘শ ছাড়িয়ে গেছে৻
সবচে বিপজ্জনক পরিস্থিতি তৈরী হয়েছে ইউক্রেনে৻ এক ইউক্রেনেই মারা গেছে ১২২ জন৻ পোল্যান্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫৻
শৈত্যপ্রবাহে এমনকি ফ্রান্স, ইটালি এবং গ্রীস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে৻
এই শীতের মধ্যে ইটালিতে এক লাখেরও বেশি লোকের ঘরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৻
নেদারল্যান্ডসে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গেছে, যা সেদেশে গত ২৭ বছরের মধ্যে সর্বনিম্ন৻ শিপোল বিমান বন্দরের রানওয়েতে তুষার জমে যাওয়ায় বিমান উড্ডয়ন এবয় অবতরণে অনেক দেরি হচ্ছে৻
নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের বিভিন্ন সড়কে শত শত মাইল লম্বা যানজট তৈরী হয়েছে৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক