মঙ্গলবার তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় পার্টি। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সকাল নয়টার দিকে এই লংমার্চ শুরু হয়।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, উত্তরাঞ্চলের মানুষ পানির জন্য এখন হাহাকার করছে। ওই এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, গত পাঁচ বছরে দেশের জনগণ দিশেহারা হয়ে পড়েছে। মানুষ এখন পরিবর্তন চায়। তিনি পরিবর্তনের দায়িত্ব নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এরশাদ প্রশ্ন রেখে বলেন, এত বছর যে তিস্তা চুক্তি হয়নি—এ ব্যর্থতা কার?

আগামীকাল বুধবার তিস্তা ব্যারেজের কাছে হেলিপ্যাড ময়দানে সমাবেশের মাধ্যমে শেষ হবে লংমার্চ। যাত্রাপথে আশুলিয়া, বিকেএসপি, টাঙ্গাইলের মির্জাপুর ও এলেঙ্গা, সিরাজগঞ্জের অ্যারিস্টোক্রেট প্রাঙ্গণ, বগুড়ার শেরপুর, মাজিরা, মহাস্থানগড় ও মোকামতলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী এবং রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে পথসভা অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here