তিস্তার পানিবণ্টন নিয়ে গ্রহণযোগ্য সমাধান দেওয়ার উদ্যোগে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। এ লক্ষ্যে কল্যাণ-রুদ্র কমিশন নামে একটি কমিশন গঠন করেছেন তিনি। কমিশনকে ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
গত ১৫ নভেম্বর মমতা ব্যানার্জি রুদ্রকে দায়িত্ব দেন বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টনের একটি সন্তুষ্ট জনক সমাধান খুঁজে বের করার জন্য।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির সাম্প্রতিক ভারত সফরকালে তার কাছেও মমতা ব্যানার্জি বলেন যে কল্যাণ-রুদ্র কমিশনের সুপারিশ যা থাকবে সেটাই মেনে নেবেন তিনি।
এদিকে কমিশন তার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। তিনি বলেছেন, গভীর অনুসন্ধান চলছে, সকল বিষয়গুলো দেখা হচ্ছে। দুই দেশের জন্য গ্রহণযোগ্য এবং দুই দেশকেই সন্তুষ্ট করবে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতেও আশাবাদী তিনি।
এছাড়াও আরো কিছু গবেষণার কাজ চলছে বলে তিনি জানান এবং এ মাসের শেষের দিকে রিপোর্ট জমা দেওয়া যাবে বলে নিশ্চিত করেন কল্যাণ রুদ্র।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা