গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

এক দিনেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১১৬৬ মেট্রিকটন আলু ভারত থেকে আমদানি হয়েছে। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ও শনিবার (৪ নভেম্বর) ও রোববার (৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দিনে বন্দর দিয়ে ৬১ টি ভারতীয় ট্রাকে ১৫৮৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত আলু প্রকারভেদে পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩২ টাকা কেজি দরে। হিলি খুচরা বাজারের আলু বিক্রেতা মো: আশরাফ আলী জানান,ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় দেশী আলুর দাম কেজিতে থেকে ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু (ষ্টিক) লম্বা টাকা ৫০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা ছোট জাতের গোল আলু ৬০ টাকা থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাল এর ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন ,গেলো বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। প্রতি মেট্রিক টন আলু আমদানি মূল্য ১৩০ থেকে১৪০ মার্কিন ডলার খরচ পড়ছে। আমদানিকৃত আলুতে শুল্ক দিতে হচ্ছে ৩৩ শতাংশ।

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,আমদানিকৃত আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ও শনিবার (৪ নভেম্বর) ও রোববার (৫ নভেম্বর) তিন দিনে বন্দর দিয়ে ৬১ টি ভারতীয় ট্রাকে ১৫৮৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here