এম এ কাসেম, সুনামগঞ্জ থেকে:

বিএনপি-জামায়াতের তিনশ কোটি টাকা ব্যয়ে সরকার উৎখাত পরিকল্পনা ফাঁস হয়ে গেছে বলে মন-ব্য করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র বাদ দিয়ে জনগণের পক্ষে কাজ করতে বিরোধী দলের প্রতি আহবান জানান রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মাঠে শুক্রবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

নেপালে বসে বিএনপি-জামায়াতের গোপন বৈঠকে সরকার উৎখাতের নীলনকশা হয়েছিল জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে। একটি গণতান্ত্রিক সরকারকে এভাবে হটানো যায় না। এছাড়া রেলকে আধুনিকায়ন করে জনগণের যানবাহন হিসেবে প্রতিষ্ঠা করা হবে জানিয়ে সুরঞ্জিত বলেন, রেল খাতে কোনো প্রকারের দুর্নীতি সহ্য করা হবে না।সিলেট থেকে ছাতক পর্যন- রেল লাইনকে সমপ্রসারণ করা হবে বলে জানান রেলমন্ত্রী।দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক প্রদীপ রায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ

সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এমএ মান্নান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবুননেছা হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here