মোঃ সাজ্জাদ হোসেন সাজু:: সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে যাচ্ছে তিতুমীর ঐক্য। বুধবার (২৯ জানুয়ারি) তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

 

শিক্ষার্থীদে দীর্ঘ ২৮ বছরের আন্দোলনের পরেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় এখন চূড়ান্ত পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে বসতে যাচ্ছে শিক্ষার্থীরা বলে জানা যায়।

 

বাংলা বিভাগের শিক্ষার্থী মো. বেল্লাল হাসান বলেন, আমি প্রতিজ্ঞা করেছি, তিতুমীর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি হবে। আমাদের দেশে শিক্ষার জন্য আর কেউ চোখ হারাবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।

 

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমরা প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে আছি। রাষ্ট্রের কাছে বারবার দাবি জানিয়েছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও সচেতনভাবে আমরণ অনশনে যাচ্ছি।

 

গণিত বিভাগের শিক্ষার্থী আর এফ রায়হান বলেন, ৩৫,০০০ শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করা এবং ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সংগ্রাম শুধু তিতুমীরের নয়, বরং সমগ্র জাতির উচ্চশিক্ষার উন্নয়নের জন্য।

 

শিক্ষার্থীরা আরো জানান, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া তাদের ন্যায্য অধিকার এবং তারা এই অনশনের মাধ্যমে আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here