মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী:: আগামী ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর আমতলীতে শিক্ষার্থীরা একটি পথ নাটকের আয়োজন করতে যাচ্ছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই পথ নাটকটি শিক্ষাব্যবস্থায় বিদ্যমান সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ জানাবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্য’ মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে।
তিতুমীরের ঐতিহাসিক কৃষক আন্দোলনের মতোই শিক্ষার্থীরা তাদের শিক্ষা-সংক্রান্ত অধিকার আদায়ের জন্য এই আন্দোলনে নেমেছে। ইতিহাস বলে, জমিদার ও ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে তিতুমীরের নেতৃত্বে কৃষকরা প্রতিবাদের প্রতীক হিসেবে ধুতির পরিবর্তে ‘তাহ্বান্দ’ ব্যবহার করতেন। সেই অনুপ্রেরণা নিয়ে শিক্ষার্থীরা বর্তমান শিক্ষাব্যবস্থায় সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের প্রতিবাদকে প্রকাশ করছে।
পথ নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার ওপর চাপিয়ে দেওয়া সিন্ডিকেটের দুঃশাসন এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতামূলক আচরণ তুলে ধরবে। তারা মনে করে, সিন্ডিকেট শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করছে এবং শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা দমিয়ে রাখছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বীর তিতুমীর আমাদের প্রেরণা। অন্যায়ের সঙ্গে আপস আমাদের রক্তে নেই। তারা আরো বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে এটি শিক্ষার মান বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল করবে।