রুবাইয়াত জাহান ঐশী:: বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১০ টায় কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচে সবুজ এবং লাল এই দুইদল অংশগ্রহণ করে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ২ দলের কোন দল নিদিষ্ট সময়ে গোল দিতে পারেনি। অবশেষে টাইব্রেকারের মাধ্যমে লাল দল সবুজ দলকে ৩-২ গোলে পরাজিত করে।
তিতুমীরের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য প্রীতি নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সকল শিক্ষার্থীরা ফুটবল ম্যাচটি উপভোগ করে।
এসময় তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, আমি অনেক আনন্দিত মেয়েদের নিয়ে প্রীতি নারী ফুটবল ম্যাচের আয়োজনে। মেয়েদের ফুটবল খেলার আগ্রহ বাড়ানোই আমাদের প্রধান উদ্দেশ্য।
বিজয়ীদের পুরষ্কার বিতরনীর মাধ্যমে তিতুমীর কলেজ ২ দিনব্যাপী বিজয় দিবস উপলক্ষে আয়োজন সম্পূর্ণ করা হয়।
শিক্ষার্থীরা বলেন, খেলাধুলা আমাদের মনের খুদা মেটায়। পড়াশোনার পাশাপাশি এটি আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে। দেহ সুস্থ রাখতে মনের ভালো থাকা অত্যন্ত জরুরি, আর মনের প্রশান্তি অর্জনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।