মিশরের সেনা শাসন অবসানের দাবীতে যে বিক্ষোভ চলছে তাতে অংশ নিতে রাত নামার পরও তাহরির স্কয়ারে লাখো বিক্ষোভকারী অবস্থান করছেন।
বিক্ষোভের জেরে মিশনের সেনা কর্তৃপক্ষ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দ্রুততর করার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে বিক্ষোভকারীরা বলছে সেনা কর্তৃপক্ষ যে আশ্বাস দিয়েছে তা যথেষ্ট নয়।
মিশরের সামরিক কর্তৃপক্ষ সেখানকার মন্ত্রীপরিষদের সদস্যদের দেয়া পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং মিশরের ক্রমবর্ধমান জন-অসন্তোষের মুখে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সময় এগিয়ে আনার ব্যাপারে একমত হয়েছে।
তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের অন্যতম দাবী ছিল এটি। খবর : বিবিসি
ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাউই মিশরের জাতীয় টেলিভিশনের দেয়া সরাসরি এক ভাষণে জানিয়েছেন আগামী বছর জুলাই এর মধ্যে এ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে চান তারা।
টেলিভিশন ভাষণে মি তানতাউই আগামী সপ্তাহের সংসদ নির্বাচন যথা সময়ে হবে বলেও জানিয়েছেন।
ওই ভাষণে তিনি আরও জানান মিশনের সেনাবাহিনী ক্ষমতার জন্য লালায়িত নয় বরং তারা দেশের জন্য প্রয়োজনীয় সব কিছু করতে তারা প্রস্তুত আছেন।
এদিকে মঙ্গলবার বিকেল থেকেই তাহরির স্কয়ারে লাখো মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করছিলেন।
সেখানে যেসব প্রতিবাদকারী সমবেত হয়েছেন তারা বলছেন মি তানতাউই যেসব প্রতিজ্ঞা করেছেন সেগুলো তাদের জন্য যথেষ্ট নয়।
খালেদ সামির নামের একজন বিক্ষোভকারী বলছিলেন যে তারা সরে যাবেন না কারণ তারা এখন সেখানে জড়ো হয়েছেন পরিবর্তন দেখার জন্য, বোকা হওয়ার জন্য নয়।
নতুন করে শুরু হওয়া বিক্ষোভ দমাতে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে।
মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল মিশরের সামরিক কর্তৃপক্ষের সমালোচনা করে বলেছে যে তারা সেদেশের গনতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে।
সংস্থাটি বলছে, সামরিক কর্তৃপক্ষ তাদের দেয়া মানবাধিকার রক্ষা এবং উন্নত করার ক্ষেত্রেও পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং সাবেক শাসক হোসেনী মুবারকের কর্মকাণ্ডের রাস্তা থেকে সরে আসেনি।
গত শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
গত শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
তাহরির স্কয়ারে শুরু হওয়া বিক্ষোভ কায়রো ছাড়াও আরও কয়েকটি শহরে ছড়িয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক