-তাহমিনা শিল্পী
কথা ছিল শরতে আসবে তুমি- তাইতো নীলাকাশ উড়ায় সাদা মেঘের ভেলা
শিউলি তলে নামে অবাক ভোর
নদীর পাড় ঘেসে ফোঁটে শুভ্র কাশ আনমনে ফড়িঙেরা রোদ ছায়াতে খেলে লুকোচুরি ।
কথা ছিল শরতে আসবে তুমি- তাইতো আমি মন হারাই প্রাণের আকুলতায়
অতীত ঘেঁটে খুঁজে আনি শিশিরাদ্র স্মৃতি বারবার
হেঁটে চলি পুরো উঠোনময় চকিতে ফিরে ফিরে চাই বাহির বাড়ীর বহুকালের বন্ধ দ্বোরে।
কথা ছিল শরতে আসবে তুমি- তাইতো মনের অন্দরে ভাঁজ করা সময়ের অতীতমুখিতা আমার নির্বোধ কল্পনায়
হরেক রঙের প্রজাপতির মেলা হৃদয় নদে পাল তোলে
কোমল ভালবাসার প্রান্তিক মোহ বুকের অলিতে গলিতে কণ্ঠনালী বেয়ে নামে নোনাপ্রেম।
কথা ছিল শরতে আসবে তুমি- তাইতো আমার প্রিয় হোলদে রঙন উপড়ে ফেলে বুনেছি তাতে তোমার প্রিয় দোলনচাঁপা
সেখানে রোজ দু’বেলা দোয়েল এসে শিস বাজিয়ে যায় আমার আশংকার চড়ে
বারংবার উঠে বালুঝড় বছর ঘুরে শরৎ এলো, তুমি আসবে কি?
লেখকের ইমেইলঃ tahmina_shilpi@yahoo.com