বিজয়

-তাহমিনা কোরাইশী

সব ব্যারিকেড আজ ধূলিতে মিলায়
রয়ে যায় একটি ধ্বনি অনুরণন
বিস্তৃত-চৌহদ্দি জুড়ে… বিজয় বিজয়
মহাকালের উঠোন জুড়ে ধ্বনি প্রতিধ্বনি তোলে
নয়টি মাসের উত্থান পতনের এক ইতিহাস
পাক হায়েনাদের অস্তিত্বের ভিত কাঁপিয়ে দেওয়ার ইতিহাস
বাঙালী ছিনিয়ে এনেছিল আমাদের এই সম্মান
আমাদের স্বাধীনতা
প্রতিক্ষার প্রহর পেরিয়ে সবুজ চত্বরে লাল সূর্য আঁকা
ত্রিশ লক্ষ শহীদের রক্ত ধুয়ে দেয় ৫৪ হাজার বর্গমাইলের বেশি পথ
মৃত্যুপুরীতে প্রাণের স্পন্দন
মরা ডালে নতুন কিশোলয়
মুক্তির বিহঙ্গেরা সবুজ নীড়ের সন্ধানে ফিরে ফিরে আসে
এই সে আলয়
দুইলক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা
জীবনের চেয়ে দামি আমাদের এই সম্পদ
ডেকে ছিল সেই বাঁশিওয়ালা একদিন
তারই পিছু পিছু অতি সন্তর্পণে
আমরা যুদ্ধে
রক্তনদী ডুব সাঁতারের পারাপারে পথ বেছে নিই
হারানোর বেদনা ম্লান হয়ে আসে আজকের প্রাপ্তির কাছে
পেয়েছি মা ও মাটি
একটি আশ্রয়
যা শুধুই নিজের
অহংকারে আমাদের দৃঢ় অবস’ান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here