সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর সামনেই তাল গাছ থেকে নিচে পড়ে স্বামী মো: জহিরুল ইসলাম মুন্সি (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মো: জহিরুল ইসলাম মুন্সি ওই এলাকার মরহুম হাকিম আলী মুন্সির ছেলে।
সূত্রে জানা গেছে, মো: জহিরুল ইসলাম মুন্সি পেশায় একজন কৃষক ছিলেন। দুপুরে নিজ ধান ক্ষেতে ওষুধ প্রয়োগ শেষে বাড়িতে আসেন। দুপুর সাড়ে ৩টায় স্ত্রী নাজমা বেগমকে সাথে নিয়ে ঘরের পিছনে তাল গাছ থেকে রস কাটতে যান। এ সময় স্ত্রীকে নিচে রেখে তিনি (জহিরুল ইসলাম) তাল গাছ উঠেন। হঠাৎ গাছ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তবে কি কারণে হঠাৎ গাছ থেকে পড়ে যান তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘সোমবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here