মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::
ময়মনসিংহের তারাকান্দায় যানবাহনের নীচে চাপা পড়ে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) ভোর রাতে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোয়াতলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দূর্ঘটনায় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কিছুদিন যাবৎ এ এলাকাতেই ঘোরাফেরা করতেন। সোমবার ভোর রাতে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো এক যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তারাকান্দা থানা-পুলিশকে খবর পাঠালে পুলিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ পাল এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।’