দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। চার-বিরতির আগের ওভারের শেষ দুই বলে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল এবং ওয়ান ডাউনে নামা শাহরিয়ার নাফিস।
দলীয় ২৪ রানে তামিম ইকবাল ওমর গুলের বলে অধিনায়ক মিসবাহ-উল হকের হাতে ক্যাচ দেন। এরআগে ১৯ বলে ৫ চারে ঝড়োগতির ২১ রান করেন তিনি। দলীয় একই রানে গুলের বলে এলবিডব্লিউ হন শাহরিয়ার নাফিস। তবে অপরপ্রান্তে ১ রানে অপরাজিত আছেন ওপেনার নাজিম উদ্দিন।
এরআগে চতুর্থ দিনে মঙ্গলবার পাকিস্তান মধ্যাহ্ন বিরতির পরপরই সাকিবের ঘূর্ণিজাদুতে ৪৭০ রানে গুটিয়ে গেলে ১৩২ রানের লিড পায়। ৮২ রানে সাকিব নেন ৬ উইকেট। আর সাকিবের দৃষ্টিনন্দন শতকে ভর করেই বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩৮ রান করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ