কুল অ্যান্ড কুল কাপের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশে। সিরিজের শেষ ম্যাচে সফরকারীদের কাছে ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১৭৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের লাকি গ্রাউন্ড খ্যাত চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দিবারাত্রির এই ম্যাচে বাংলাদেশের ঘূর্ণিজাদুতে পাকিস্তান ৪৬ দশমিক ১ বলে ১৭৭ রান করতে সমর্থ্য হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ