শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শনিবার রাতে ঝিনাইদহের পথ সভায় আওয়ামীলীগকে প্রতারক, মিথ্যাবাদী ও ভারতের তাবেদার সরকার আখ্যা দিয়ে বলেন তাবেদার সরকার দিয়ে একটি স্বাধীন দেশ চলতে পারে না। তিনি দ্ব্যর্থহীন ভাবে বলেন আগামী নির্বাচন অবশ্যই তত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। তিনি বলেন আমরা তাবেদার সরকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেনি।

বিএনপি নেত্রী আরো বলেন আমরা দেশের যুব সমাজকে জাগিয়েছি। আর কোন ঘুম পাড়ানির গান শুনিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন শিক্ষিত যুব সমাজ আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের পুনর্বাসনের জন্য বিএনপি ক্ষমতায় গেলে সব কিছু করবে।

খালেদা জিয়া ৮.৫৫ মিনিটে ঝিনাইদহে এসে পৌছালে রাতে অপেক্ষমান হার হাজার নেতাকর্মী করতালী দিয়ে তাকে অভিনন্দন জানান।

জনতার অভিনন্দনের জবাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেন ঝিনাইদহের এই সভাকে পথসভা ব্যলা যাবে না। এটা জনসমুদ্র। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন আপনারা কি ১০ টাকা কেজি চাল খান? এ সময় জনতা না সুচক জবাব দিলে তিনি আবারো প্রশ্ন করে বলেন ঘরে ঘরে চাকরী ও বিনামুল্যে কৃষকের সার দেবার অঙ্গীকার করে দেশের মানুষের সঙ্গে এই সরকার প্রতারণা করেছেন।

৩০ মিনিটের বক্তৃতায়  বেগম খালেদা জিয়া সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে বলেন এ সরকার এ সরকার অযোগ্য ও ব্যর্থ সরকার। তারা ঋন নিয়ে দেশ চালিয়ে দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে।

এ সময় উপসি’ত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী এমকে আনোয়ার, তরিকুল ইসলাম, আবুল খায়ের এমপি, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী ,গাজী মাযাহারুল আনোয়ার, মনির খাঁন,সোহেল রিজভী,সুলতান সালাউদ্দিন টুকু, ঝিনাইদহ জেলা বি এনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক, জামায়াতের জেলা আমির ড. মোজাম্মেল হক, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, শহিদুল ইসলাম মাষ্টার। এছাড়া সমাবেশে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা বিএনপি এবং জোটের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here