মিলন কর্মকার রাজু কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুত কেন্দ্রে এক চায়না শ্রমিকের ছুরিকাঘাতে ফিং লিউ জুন(৩৫) নামের অপর এক চায়না শ্রমিক নিহত হয়েছে।

শনিবার রাত সাড়ে দশটায় বিদ্যুত কেন্দ্রের চায়না কেন্টিনে এঘটনা ঘটেছে।

এ ঘটনায় ঘাতক চায়না শ্রমিক সং ঝিয়াংকে(৩২) আটক করে কলাপাড়া থানায় সোপর্দ করেছে অপর চায়না শ্রমিকরা। নিহত চায়না শ্রমিক ফিং লিউ জুনের বাড়ি চীনের হিনান প্রদেশে।

বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) উপ-বিভাগীয় প্রকৌশলী পিঞ্জুর রহমান জানান, চায়না শ্রমিক মৃত্যুর খবর পেয়ে রাতেই বিসিপিসিএলের কর্মকর্তারাসহ কলাপাড়া থানা পুলিশ ও সকালে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদ্যুত কেন্দ্র এলাকা পরিদর্শণ করেছেন। বর্তমানে পরিসি’তি শাস্ত রয়েছে।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে নয়টার পর চায়না কেন্টিনে নুডুলস খাওয়াকে কেন্দ্র করে দুই শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফিং লিউ জুন নুডুলুস ফেলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সং ঝিয়াং তার বুকে সবজি কাটার ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক ওই কেন্টিনে থাকা অপর শ্রমিকরা তাকে উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাতেই নিহত চায়না শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রেফায়েত জানান, বুকের বাম পাসে ছুড়িকাঘাত করায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ সাংবাদিকদের বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। সং ঝিয়াং নামে চায়না শ্রমিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here