সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী থেকে :: 
রাজশাহীর তানোর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ও পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাত ও শুক্রবার (১ নভেম্বর) সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা রাতে উপজেলার মুন্ডুমালা বাজার এলাকায় আবুল বাসার (৫৫) নামে এক ব্যক্তি নিজের মার্কেটে পানির পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। আবুল বাসার মুন্ডুমালা গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে।
অপরদিকে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার সাদিপুর এলাকায় বকুল হোসেন (১৬) নামে এক শিশু গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বকুল হোসেন ওই এলাকার মৃত মোস্তফা আলীর ছেলে।
তিনি আরও জানান, দুজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here