সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী থেকে ::
রাজশাহীর তানোরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।
তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম।
এ সময়ে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।