ভালো লাগে না
.
-তানভীর টিপু
.
ভালো লাগে না কবিতার খাতা
উপন্যাসের রোমাঞ্চ,ছোটগল্পের আকস্মিকতা
সংঘাতে ঠাসা ইতিহাসের পাতা।
.
ভালো লাগে না স্বপ্ন দেখা
গান গাওয়া, কথা বলা
স্বপ্নের পথে ছুটে চলা একা।
.
ভালো লাগে না ফুল, পাখি
বিস্তীর্ণ আকাশ, সবুজ মাঠখানি
অদৃশ্য কারোর শত ডাকাডাকি।
.
ভালো লাগে না ভালো লাগা
অজানা পথের দিশা খোঁজা
অপেক্ষার অপেক্ষায় থাকা।
.
সব ভালো লাগা কেড়ে নিয়েছো তুমি
মন রাজ্যের সার্বভৌমত্ব, রাজনীতি
শুধু অবশিষ্ট আছে ভূমি!