ডেস্ক রিপোর্ট::  টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়ার পর এবার ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা।

১৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৮ রান। ৯ রান নিয়ে উইকেটে আছেন মেন্ডিস। অপর অপরাজিত ব্যাটার আসালাঙ্কার সংগ্রহ ৪ রান।

নতুন বলে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে লাগামছাড়া বোলিং করেছেন তাসকিন আহমেদ। এই পেসারের সেই ওভারে দুই বাউন্ডারি হাঁকায় লঙ্কানরা। এরপর শরিফুল ইসলামকেও আক্রমণ করেছেন পাথুম নিশাঙ্কা-আভিষকা ফার্নান্দোরা।

উদ্বোধনী জুটিতে তাসকিন-শরিফুলের এমন ধারহীন বোলিংয়ে ৮ম ওভারেই বোলিংয়ে পরিবর্তন আনেন নাজমুল হোসেন শান্ত। তানজিম সাকিব আক্রমণে এসে নিজের প্রথম ওভারে সুবিধা করতে পারেননি। তবে পরের ওভারেই ব্র্যেকথ্রু এনে দিয়েছেন।

ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে গুড লেংথে করেছিলেন সাকিব। সেখানে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন আভিষকা। ৩৩ বলে ৩৩ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ৭১ রানের উদ্বোধনী জুটি।

নিজের তৃতীয় ওভারেও উইকেটের দেখা পেয়েছেন সাকিব। এবার তার শিকার আরেক ওপেনার নিশাঙ্কা। ১২তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন সাকিব। সেখানে ঘুরে দাঁড়িয়ে স্কয়ার লেগের উপর দিয়ে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা, কিন্তু টাইমিং হয়নি। আউট সাইড এজে বল চলে যায় স্লিপে। সহজ ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৬ রান।

দুর্দান্ত শুরু করা লঙ্কানদের লাগাম টেনে ধরেন সাকিব! নিজের চতুর্থ ওভারেও উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের ওপর ফুল লেংথে করেছিলেন সাকিব। সেখানে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে বল চলে যায় উইকেটের পেছনে। গ্লাভস হাতে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। ৩ রানের বেশি করতে পারেননি সাদিরা সামারাবিক্রমা। নিজের করা টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন সাকিব।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here