গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের পরামর্শ দিয়েছেন । রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি।

রোববার নতুন নির্বাচন কমিশন গঠনে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বঙ্গভবনে গণফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

ড. কামাল হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন আর বিএনপির একার নয়; পুরো জাতির দাবি।  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যেই এটি প্রয়োজন। শুধু দলীয় সরকারের পক্ষে এককভাবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন, তার দল রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে।

উচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের পরপরই সংবিধান সংশোধন করায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হয়ে যায়। এখন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবার কথা থাকলেও প্রধান বিরোধী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তার দল কোনো নির্বাচনে অংশ নেবে না।

এদিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ার বিষয়ে ড. কামাল হোসেন বলেন, আদালতের রায়ে দুই মেয়াদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার মত রয়েছে।

নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে গণফোরাম সভাপতি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন, সার্চ কমিটি গঠন করতে পারেন অথবা সবার কাছে কিছু নাম নিয়ে তাদের মধ্য থেকে দিতে পারেন। তবে গণফোরামের কাছে নাম চাইলে তা দেয়ার আশ্বাস দেন ড. কামাল হোসেন।

গণফোরামের পর মিসবাহুর রহমান নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসে।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও বিএনপির পছন্দের তালিকা থেকে দুই জন করে চার জন নির্বাচন কমিশনার নিয়োগের পর রাষ্ট্রপতি নিজেই পছন্দের একজনকে সিইসি নিয়োগ দিতে পারেন। তার অভিমত এ প্রস্তাবে ইসি গঠন হলে ভারসাম্য থাকবে।

গত ২২ ডিসেম্বর থেকে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। এ পর্যন্ত রাষ্ট্রপতি জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, জেপি, এলডিপি, ইসলামিক ফ্রন্ট, সিপিবি, সাম্যবাদী দলের মতামত নিয়েছেন রাষ্ট্রপতি।

বিএনপির সঙ্গে ১১ জানুয়ারি ও আওয়ামী লীগের সঙ্গে ১২ জানুয়ারি সংলাপ হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here