ডেস্ক রিপোর্ট : : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয়তলার আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ যানা যায়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আগুনে আইসিইউয়ের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় আইসিইউয়ে দুজন রোগী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here