ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের মতামত চেয়েছে হাইকোর্ট।

আগামী ২৮ নভেম্বর মতামত পেশ করতে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচাপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে গত ২২ নভেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী একটি রিট দায়ের করেন। রিটে প্রকাশিত আগের ফলাফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশনা চাওয়া হয়।

পরে বুধবার আদেশ না দেয়া পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম স্থগিত রাখতে বলে আদালত। এ বিষয়ে আগামী ২৮ নভেম্বর আদেশ দেয়ার কথা রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here