ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের নতুন করে ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এরআগে সকালে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে ২১ ডিসেম্বরের মধ্যে আবারো পরীক্ষা নেয়ার আদেশ দেয় আপিল বিভাগ।

প্রধান বিচারপতির মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।

গত সোমবার ঢাবি কর্তৃপক্ষ হাইকোর্টের দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৭ ডিসেম্বর ঠিক করেন।

আপিল বিভাগের আদেশে বলা হয়, শুধু পরীক্ষা পুনর্মূল্যায়নে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে ২১ ডিসেম্বরের মধ্যে নতুন ভর্তি পরীক্ষার দিন ধার্য করার আদেশ দেয়া হলো।

প্রথমবার ‘গ’ ইউনিটের পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন শুধু তারাই নতুন পরীক্ষায় অংশ নিতে পারবে বলেও আপিল বিভাগের রায়ে বলা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here