ডেস্ক রিপোর্ট:: দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কামাল আহমেদ মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি শামসুল হক। এই আসনে ১৩৩টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে (সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত)।
ভোটে কামাল আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৭৮ ভোট। অপরদিকে জাতীয় পার্টি শামসুল হক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৪৮ ভোট৷ এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫০৪ জন৷
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোটগ্রহণ শেষ হয়।
সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। এবার ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।