মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

ঢাকা-সিলেট মহাসড়ককে ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকের কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে মহাসড়কে’র সরাইল বিশ্বরোড থেকে দাওয়া দিলে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান ষ্টোর দোকানের বিপরীতে সিলেট হইতে ঢাকাগামী মহাসড়কে ড্রাম ট্রাকের ভিতর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড গোলচত্তর এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে একটি ড্রাম ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি না থামিয়ে আশুগঞ্জে দিকে চলে যায়। পরে আমরাও সরকারি পিকাপ যোগে ড্রাম ট্রাকের পিছনে যেতে থাকি। এক পর্যায়ে আমরা আশুগঞ্জ থানাধীন দূর্গাপুর ইউপির দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান ষ্টোর দোকানের বিপরীতে সিলেট হইতে ঢাকাগামী মহাসড়কের উপর গেলে আমরা তাহাদের আটকের করার চেষ্টা করলে ড্রাম ট্রাকের অজ্ঞাত চালক এবং অজ্ঞাত নামা একজন ব্যক্তি ট্রাকটি রাস্তায় রেখে দৌড়ে পালিয়ে যাই।

পরে উপস্থিত লোকজনের সম্মুখে ড্রাম ট্রাকের পিছনের বডি হইতে ২টি সাদা প্লাস্টিকের বড় ব্যাগ থেকে কসটিপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৯ লাখ ৬০ হাজার টাকা।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য গাজার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here