নারায়ণগঞ্জর আড়াইহাজার উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছে। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নে পাঁচরুখী বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ নজরুল ইসলাম ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, সিলেট থেকে আর এন গ্রুপের পাথর বোঝাই ট্রাক (চুয়াডাঙ্গা ট ১১-০২১৭) ঢাকা যাওয়ার পথে সোমবার ভোর ৪টার দিকে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিকল হয়ে যায়।
পরে ট্রাকের চালক আনসার আলী (৪৬) ও তার সহকারি ইয়াকুব মিয়া (৩৫) ট্রাকের নিচে বসে মেরামত কাজ শুরু করে। এসময় ঢাকাগামী অপর একটি দ্রুতগামী ট্রাক বিকল পাথর বোঝাই ট্রাককে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা ইঞ্জিন মেরামত করতে দু’জন তাদের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।
সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদি সদর হাসপাতালে পাঠিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ