আ হ ম ফয়সল, ঢাকা

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে ৩৭৮ ভোট পেয়ে মো. আল-মামুন (ইত্তেফাক) সভাপতি এবং ৩৪৮ ভোট পেয়ে আবুল কালাম আজাদ (সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে এনায়েত ফেরদৌস (নিউজ টুডে ৩২০) এবং খায়রুল আলম (সমকাল ৩৪০)।

কার্যনির্বাহী কমিটির ২১টি পদে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম (সংগ্রাম ৩০৬ ভোট), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপক ভৌমিক (ডেসটিনি ২৯১), যুগ্ম সম্পাদক শাহজাহান মিঞা (সমকাল ৫০১), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুদীপ কুমার ঘোষ (এটিএন নিউজ ১৮৫), কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ নবীন (যায়যায়দিন ৩৭২), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমীন জাহান অজন্তা (বাসস ২৩২), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (বৈশাখী টেলিভিশন ২৭২), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমীর হামজা চৌধুরী (নয়াদিগন্ত ২১০), দফতর সম্পাদক এটিএম আতিকুর রহমান (আমাদের সময় ৩২২), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল আহমেদ (সরাসরি ১৮৭), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রুমী (কালের কণ্ঠ-বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী (জনকণ্ঠ ৩৯৯), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইখুল ইসলাম উজ্জ্বল (আরটিভি ২৪৯), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ওবায়দুল্লাহ খান সনি (বাংলা নিউজ ৩৩৭), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল ইসলাম বিপ্লব (যুগান্তর ২৫১)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন খন্দকার নাজনীন সুলতানা (ইন্ডিপেন্ডেন্ট ৪৩৯), সুরাইয়া ইয়াসমিন অনু (চ্যানেল-৭১ ৪৩৮), ইদ্রিস মাদ্রাজি (নয়াদিগন্ত ৪৩০), মোঃ মামুনুর রশীদ (মামুন ফরাজী) (জনকণ্ঠ ৪২৭), অলক বিশ্বাস (ইত্তেফাক ৩৭৭), শাহ মতিন টিপু (বাংলাবাজার পত্রিকা ৩৭৫), তানজিমুল নয়ন (কালের কণ্ঠ ৩৪৯), নজরুল ইসলাম বশির (ইনকিলাব ৩২৮), এম এ মান্নান মিয়া (সরাসরি ৩১৪), মো. ফকরুদ্দীন মুন্না (ডেসটিনি ২৯২) ও জাহাঙ্গীর আলম (সমকাল ২৮২)।

উল্লেখ্য, সহ-সভাপতি প্রার্থী দীপক ভৌমিক ও সাধারণ সম্পাদক প্রার্থী খায়রুল আলম ব্যালট পুনঃগণনার আবেদন করেছেন।

রবিবার সকালে সংগঠনের সভাপতি মুকুল তালুকদারের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদ বার্ষিক রিপোর্ট ও কোষাধ্যক্ষ খায়রুল আলম ২০১১ সালের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ করেন। স্বাগত বক্তব্য রাখেন সুমন ইসলাম। আরো বক্তব্য রাখেন ইদ্রিস মাদ্রাজি, তরুণ তপন চক্রবর্তী প্রমুখ।

এরপর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন- ভোট গ্রহণ চলে। মোট ৯০১ ভোটারের মধ্যে ৭১১ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার এপির ব্যুরো চিফ ফরিদ হোসেন ফলাফল ঘোষণা করেন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মুহাম্মদ মুসা, সমকালের যুগ্ম সম্পাদক রশিদ-উন-নবী ও যুগান-রের নির্বাহী সম্পাদক সাইফুল আলম। তাদের সহযোগিতা করেন শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, মোতালেব জামালী, মুহাম্মদ সানাউল্লাহ, উত্তম চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here