অনুমতি না নিয়ে ছুটিতে থাকায় এবং নির্দিষ্ট সময়ে কাজে যোগ না দেওয়ায় তিন শিক্ষককে চাকরিচ্যুত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন ইসলাম খান, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক কে এম মুরশেদ ও মো. মুশফিক উদ্দিন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের কর্মচ্যুতির সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সদস্য ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন জানিয়েছেন।
এছাড়া আরো পাঁচ শিক্ষককে কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদের মধ্যে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ এহসান, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. হানিফ উদ্দিন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আব্দুল কাদিরকে চার সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে।
ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের মো. আতিকুর রহমান এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুজ্জামান চৌধুরীকে সময় দেওয়া হয়েছে আট সপ্তাহ।
এর মধ্যে এই পাঁচ শিক্ষক কাজে যোগ না দিলে তাদেরও কর্মচ্যত করা হবে বলে জানান অধ্যাপক সদরুল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার